স্কুলে ভর্তি হলেই যেমন জিপিএ ৫ পেয়ে যাবেন না কিংবা স্কুল জীবন শেষ করলেই চাকরি পেয়ে যাবেন না। সুতরাং, কোর্সে জয়েন করলেই প্রোডাক্টের সেল বেড়ে যাবে, এটা চিন্তা করা বোকামি। আপনাকে কোর্সটি আয়ত্ত করতে হবে, ল্যান্ডিং পেজের কন্টেন্ট ভালো হতে হবে, অ্যাড কপি ভালো হতে হবে, আপনার প্ল্যান ঠিক আছে কিনা ইত্যাদি আরো অনেক বিষয় রয়েছে, সেগুলো ঠিক না থাকলে প্রোডাক্টের সেল বাড়বে কিভাবে, বলুন।